করোনা বিপর্যয়ের এই সময়ে মৃতদেহ সৎকার নিয়ে অনেক সময়ই অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।ফলে হাসপাতালের ছোট মর্গগুলিতে একের পর এক জমা হচ্ছে বেওয়ারিশ লাশ। সময়মতো দাহ করা যাচ্ছে না।
এমনই ঘটেছে কোচবিহারে। সেখানকার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ আকারে ছোট। কিন্তু একে একে সেখানে জমা হয়েছে ৩২ টি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। দিনে দিনে বাড়ছে সংখ্যাটা। করোনাকালে মৃতদেহ দাহ করতে গেলে, শ্মশান সংলগ্ন এলাকার বাসিন্দারা অনেকেই করোনা রোগীর মৃতদেহ দাহ করা হচ্ছে ভেবে বিক্ষোভ দেখান। তাঁদের ধারণা, এ থেকে সংক্রমণ ছড়াবে।অনেক সময় পুলিশ পাহারায় মৃতদেহ দাহ করতে হয়। এ নিয়ে এমনকি পুলিশের সঙ্গে বাসিন্দাদের খণ্ডযুদ্ধের ঘটনাও ঘটেছে।
এই অবস্থায় কোচবিহার পুরসভা হিমশিম খাচ্ছে মৃতদেহ সৎকার নিয়ে। কঠিন হয়ে উঠছে বেওয়ারিশ লাশের সৎকার। মৃতদেহ জমছে হাসপাতালের মর্গে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
কোচবিহার মেডিকেল কলেজ থেকে পুরসভাকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। পৌর প্রশাসক জানিয়েছেন দ্রুত মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা নেওয়া হবে।