করোনাভাইরাস এর দ্বিতীয় ধাক্কা সামলানোর জন্য বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন। আগামী ১৫ দিনের জন্য আপাতত পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ডেকে দেওয়া হয়েছে। এই লকডাউন এর সময় অনেকে নিজেদের কাজ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবারে সেই লকডাউন এর সময় সর্বহারাদের খাওয়ানোর ব্যবস্থা করার আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুর সংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে একটি চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সেই চিঠিতে তিনি লিখেছেন, সাম্প্রতিক লকডাউন পরিস্থিতির কারণে রেখে বহু মানুষ নিজেদের কাজ হারিয়ে ফেলেছে। আগের বছরেও সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসীকে কাটাতে হয়েছিল। এবারে দরিদ্র এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে নতুন পরিকল্পনা তৈরি করছে কংগ্রেস। কংগ্রেস প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে, যেন কর্মহীন মানুষের হাতে মাসে সরাসরি ৬০০০ টাকা পৌঁছে দেওয়া হয় এবং বিনামূল্যে খাবার ব্যবস্থা করা হয়।তাদের ব্যাংক একাউন্টে প্রতিমাসে এই টাকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের খুব সুবিধা হবে এবং তাদের সংসার চালাতে কোন অসুবিধা হবে না। এছাড়াও দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেন্দ্রকে যথাসাধ্য চেষ্টা করার আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।