লকডাউনের জন্য আট- নমাস ধরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ। তবে পড়াশোনা বন্ধ নেই। অনলাইন এই চলছে ক্লাস। সামনে পরীক্ষাও আছে। এমত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সকলকে একটি করে ট্যাব দেবে রাজ্য সরকার। তবে এত কম সময়ে সাড়ে ৯ লক্ষ পড়ুয়া কে এক লটে ট্যাবলেট দেওয়া সম্ভব নয়। তাই মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, ট্যাবের বদলে প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ' দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ ট্যাব পাবে সরকার। ভারত সরকার বারণ করেছে, ফলে চিনা ট্যাব কেনা যাবেনা। তাই অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হবে দশ হাজার টাকা। এই টাকা দিয়ে ছাত্রছাত্রীরা অ্যান্ড্রয়েড মোবাইল বা ট্যাব কিনে নিতে পারবে। এই দশ হাজার টাকা সকলের অ্যাকাউন্টে আগামী তিন সপ্তাহের মধ্যে চলে যাবে।