একুশে নির্বাচনের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সারদা চিটফান্ড কান্ড। এবার তদন্তে নাম জড়াচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের। একটি সংবাদমাধ্যম সূত্র খবরে জানা গিয়েছে, সারদার যে কোম্পানিগুলি ছিল, তারমধ্যে একটি টিভি চ্যানেলের কর্মীদের ২৩ মাসের বেতন দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। তাহলে এখন প্রশ্ন উঠছে সারদার অন্তর্গত টিভি চ্যানেলের বেতন কেন দিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল?
ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ব্যাপারটি সুপ্রিম কোর্টকে জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৩ সালের মে মাস থেকে ২০১৫ সালের এপ্রিল মাস অব্দি ওই সারদা পোষিত টিভি চ্যানেলের কর্মীদের বেতন আসত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। প্রতিমাসে বেতনের জন্য মোট ২৭ লাখ টাকা এবং সেই অনুযায়ী মোট ৬.২১ কোটি টাকা খরচ হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে সারদা কোম্পানির অঙ্গ ওই টিভি চ্যানেলকে এত টাকা কেন দেওয়া হল।
এরআগেও সিবিআই ২০১৭ সালে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে জানতে চেয়েছিল যে সারদা পোষিত টিভি চ্যানেলের সাথে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সম্পর্ক কি? কিন্তু তখন তার কোনো সদুত্তর পায়নি সিবিআই। তাই এভয়েড সিবিআই পুরো ঘটনার কথা সিবিআইকে জানিয়েছে। তারা মনে করছে সারদা কেলেঙ্কারির সাথে মুখ্যমন্ত্রী তহবিলের টাকা ব্যবহারের নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। রাজ্য সরকার এখনও এই বিষয়ে কোন যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি।