আজ অর্থাৎ ১৯ জানুয়ারি মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার জনসভায় উপস্থিত ছিলেন। সেখান থেকেই তিনি অভিনেত্রী সায়নী ঘোষের টুইট বিতর্কে সম্বন্ধে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি। তিনি বিজেপিকে একহাত নিয়ে বলেন, "সায়ণী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে। তাকে ধমকানো হচ্ছে। চমকানো হচ্ছে। আজ সকালে শুনলাম বিজেপি ওকে ধমকাচ্ছে। এত বড় ক্ষমতা ওদের!" সেইসাথে মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বাংলায় ধমকাতে এসেছ? এখানে ধমকালে বাংলার মানুষ লিউকোপ্লাস্টের দিয়ে মুখ বন্ধ করে দেবে। অত সোজা না। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও।" এছাড়াও তিনি নাম না নিয়ে তথাগত রায়কে কটাক্ষ করে বলেছেন, "বয়স হয়ে গিয়েছে। তবুও ভিমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে প্রতিদিন হুমকি দিচ্ছে। কেন ওর বাকস্বাধীনতা নেই?"
আসলে কিছুদিন আগে অভিনেত্রী সায়নী অসম ও ত্রিপুরার প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় টুইটারে বাদানুবাদে জড়িয়ে পড়ে। তাতে বিজেপি নেতা তথাগত রায় নায়িকার টুইটার হ্যান্ডেলে ৫ বছর আগে পোস্ট দেওয়া একটি বিতর্কিত ছবি নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে বলে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করে। তিনি দাবি করেছিলেন, "সায়নীর পোস্ট হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করছে।" তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায়নীর বাকস্বাধীনতার পক্ষে সওয়াল দিয়ে বুঝিয়ে দিলেন তিনি টলিউডের পাশে আছেন। তিনি আজ বলেছেন, "সংস্কৃতিকে, টালিগঞ্জকে এবং বাংলাকে আক্রমণ করা যাবে না। সবার বাকস্বাধীনতা আছে, মানুষ কথা বলতেই পারে।"