২৭ সেপ্টেম্বর, ২০২৩
রাজ্য

বাংলায় বন্যা প্রতিরোধের ১৩৫ কোটি টাকা আটকেছে কেন্দ্র, ক্ষুব্ধ সেচ দফতর

প্রতিনিধি দলকে আশ্বাস দেওয়ার পরেও প্রাপ্য টাকা দিতে চাইছে না কেন্দ্র : সেচমন্ত্রী
Flood situation in Purba Medinipur Bengali News
বন্যা পরিস্থিতি https://www.facebook.com/jayanta.sardar.39108
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১৮:০৩

বাংলায় বন্যা (flood) প্রতিরোধের জন্য কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ ১৩৫ কোটি টাকা আটকে দেওয়ায় ক্ষুব্ধ সেচ দফতর (irrigation department)। জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকারকে পাঠানো হয়েছে চিঠি। চিঠিতে বলা হয়েছে, কান্দি মাস্টারপ্ল্যান (kandi master plan) প্রকল্পের জন্য রাজ্যকে বরাদ্দ টাকার ৪১ কোটি টাকা দেবে না কেন্দ্র। সেইসাথে আয়লা (Aila cyclone) প্রতিরোধ প্রকল্পের ৭০ কোটি টাকা এবং রেলব্রিজ তৈরির জন্য সেচ দফতরের পকেট থেকে যাওয়া ৪২ কোটি টাকাও দেওয়া হবে না কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, কংগ্রেস (congress) সরকারের আমলে কান্দি মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রের তরফে মোট খরচের ৭৫ শতাংশ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে বিজেপি (BJP) সরকার আসার পর বরাদ্দ টাকা কমিয়ে ৫০ শতাংশ করা হয়। তবে এবার সেই টাকাও দিতে না চাওয়ায় কেন্দ্রের উপর বেজায় চটেছে সেচ দফতর।

হকের টাকা পাওয়ার জন্য এর আগে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের সেচমন্ত্রী-সহ রাজ্যের সাংসদ-বিধায়কদের। গত বছরের অগাস্ট মাসে বাংলার সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বে সাংসদ-বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজ্যের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে সাক্ষাৎ করেন। গত নভেম্বরেও বিধানসভায় সৌমেনবাবু জানিয়েছিলেন, কান্দি মাস্টারপ্ল্যান-সহ একাধিক প্রকল্পের খাতে কেন্দ্রের থেকে প্রাপ্য ১,১৬৩ কোটি টাকা গত দু’বছরে পাওনা রয়েছে রাজ্যের। তা সত্ত্বেও কেন্দ্র সরকারের তরফ থেকে এরম চিঠি পাওয়ায় ক্ষুব্ধ সেচ দফতর। সেচমন্ত্রী জানিয়েছেন, “প্রতিনিধি দলকে আশ্বাস দেওয়ার পরেও প্রাপ্য টাকা দিতে চাইছে না কেন্দ্র”।

এদিকে কেন্দ্রের তরফে টাকা দেওয়ার ক্ষেত্রে জড়তা দেখার পর নিজেদের কোষাগার থেকেই খরচা করেই কান্দি মাস্টারপ্ল্যান শেষ করতে চাইছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কান্দি মাস্টারপ্ল্যানের জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে ছ’শো কোটি টাকা। এর মধ্যে অর্ধেক টাকা দেওয়ার কথা কেন্দ্রের। যদিও শুধু মাত্র একটি অংশের কাজের জন্য ৮৩ কোটি টাকা দিতেই টালবাহানা করছে কেন্দ্র। জানা গিয়েছে, অংশটির কাজ করার জন্য কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়ে ৮৩ কোটি টাকা চেয়েছিল রাজ্য। তার উত্তরে কেন্দ্রের তরফ থেকে পাল্টা চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, এখন রাজ্যের চাওয়া ৮৩ কোটি টাকা দিতে পারবে না তারা। তার বদলে কেবলমাত্র ৪২ কোটি টাকাই মঞ্জুর করবে কেন্দ্র।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

অভিযুক্ত সুশান্তকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষনা করলেন বিচারক সন্তোষকুমার পাঠক

Susanta Sutapa berhampore
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২৮ আগস্ট

পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

fire bomb blast explosion night
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
৯ আগস্ট

মশার হুল দিয়ে বাঁচতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে

Dengue
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
১ আগস্ট

আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা

Nusrat bold
২৩ জুলাই

অভিযোগ, ছাত্র-ছাত্রীরা যে ফি দিতেন, তা অভিযুক্ত নিজের অ্যাকাউন্টে জমা করছিলেন

Kaushiki Chakraborty singing
২২ জুলাই

বিজেপিকে মহিলারাই দেশ থেকে বের করে দেবে : মুখ্যমন্ত্রী

Mamata Banerjee rain
১৩ জুলাই

২ লক্ষ টাকা ক্ষতিপূরণের অঙ্ক হতে পারে না, কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে : তোপ শুভেন্দু অধিকারীর

Mamata Banerjee smilee
১১ জুলাই

খুন সংঘর্ষ, গা জোয়ারি কিছুই বাদ নেই : রাজ্যপাল

madan mitra 2
৫ জুলাই

বৃষ্টিপাত হলেও বজায় থাকবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি

Rain taxi kolkata