রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও একটি বড় সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে সিসিটিভি মারফৎ নজরদারি চালানো হবে রাজ্যের পানশালাগুলিতেও। এই সিসিটিভির সাথে সংযুক্ত থাকবে আইপি ও জিপিএস যার মাধ্যমে আবগারী দফতরের আধিকারিকরা নিজেদের দফতরে বসেই দেখতে পাবেন পানশালাগুলির লাইভ ভিডিও ফুটেজ। আবগারি দফতরকে এই মর্মে আগেই নির্দেশ দিয়েছিল রাজ্য। তবে এবার নড়েচড়ে বসল আবগারি দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পানশালাগুলিতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন তারা। যেসব জায়গায় সিসিটিভি নেই সেখানে অবিলম্বে লাগাতে হবে, এছাড়াও যেসব পানশালায় সিসিটিভি ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেগুলিকে সচল করতে হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও আঁটোসাঁটো হল রাজ্য সরকার। নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পরেও বিভিন্ন জায়গায় খোলা রাখা হয় পানশালা। নানারকম অপ্রীতিকর ঘটনাও ঘটছে নিত্যনৈমিত্তিক। ভিডিও ফুটেজ না থাকায় অনেক ক্ষেত্রেই প্রমাণপূর্বক কোনও পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রোজই বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে পুলিশের খাতায়। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তল্লাশি বাধাপ্রাপ্ত হয়। এরকম অচলাবস্থা দূর করতেই এবার দ্রুত পদক্ষেপ নিল রাজ্যের আবগারি দফতর। এখন দেখার, এই সিসিটিভি ও আইপি-জিপিএস পদ্ধতিতে কতটা সাফল্য আসে।