দীর্ঘদিন ধরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জটলা চলছে। কিন্তু আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে আদালতে বড় ধাকা কোন রাজ্য সরকার। আজ কলকাতা হাইকোর্ট থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ২০০৯ সালে মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলার সফল কর্মীপ্রার্থীদের তালিকা রাজ্য সরকারকে মাত্র ১৫ দিনের মধ্যে প্রকাশ করতেই হবে। আর তারপর ১৫ দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
গত ২৩ ডিসেম্বর রাজ্য সরকার ১৬ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তারপরেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর মতে, ২০১৪ সালে টেট পরীক্ষা উর্ত্তীন্ন পরীক্ষার্থীদের শূন্য পদে নিয়োগ হওয়ার কথা। এছাড়াও সেই বছরের পরীক্ষায় ৬ নম্বর ভুল আসায় অনেকে সেই পরীক্ষা পাস করতে পারেনি। তাহলে সেটা সংশোধন না করে কিভাবে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে এ নিয়ে চলছে এখনও মামলা। অবশ্য কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে শূন্যপদে নিয়োগের জন্য ১০-১৭ জানুয়ারি ইন্টারভিউ হবে এবং নতুনভাবে ৩১ জানুয়ারি অফলাইনে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।