SSC এর পর এবার খাদ্যদপ্তরের নিয়োগেও সাময়িক স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট (Kollata High Court)। খাদ্যদপ্তরের নতুন নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটররা। আর তাঁদের আবেদনকে মান্যতা দিয়ে কর্মী নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দাবি করলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। এই মামলায় রাজ্যকে হলফনামা পেশের নির্দেশও দিয়েছেন বিচারপতি।
প্রসঙ্গত, ২০২১ সালে সাড়ে ৫ হাজার কর্মী এবং ২০২২ সালে ১৫ হাজার ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)-সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা করা হয়। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে কোনও নিয়মই মানেননি রাজ্য সরকারের তরফে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। মামলাকারীদের আইনজীবী পঙ্কজ হালদার এবং তাপস মান্নার দাবি, "গোটা নিয়োগ প্রক্রিয়াই বেআইনি। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইনও মানা হয়নি।"
এদিন তাঁদের আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ সেপ্টেম্বর।