আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে একাধিক প্যাকেজ নিয়ে এগিয়ে আসে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। কিন্তু বারবার সেই ক্ষতিপূরণ বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে শাসক গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে। আর্থিক সাহায্য এমনকি ত্রিপল বিলিতেও দুর্নীতির অভিযোগ ওঠে। জুন মাসের শেষের দিকে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দক্ষিণ ২৪ পরগনার কৃষক সংগঠন।
সেই মামলার প্রথম শুনানি হয় ১ ডিসেম্বর। সেখানে ক্যাগের হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। আপত্তি জানিয়ে এই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানায় রাজ্য। বুধবার সেই মামলার রায় দিয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিলো এই দুর্নীতি মামলায় আর্থিক বণ্টনের অডিট করবে ক্যাগ। ক্যাগের কাজে সবরকমভাবে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। হাইকোর্টের রায়ে স্বভাবতই যে মুখ পুড়লো রাজ্যের তা বলার অপেক্ষা রাখে না।