এতদিন পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে এবার সেই পদ ছাড়তে হবে তাঁকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার প্রস্তাবে এবার সিলমোহর দিল মন্ত্রিসভা। খুব শীঘ্রই সরকার মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় একটি বিল আনতে চলেছে। দীর্ঘদিন ধরে এই প্রস্তাব নিয়ে জল্পনা চললেও, আজ তার নিষ্পত্তি হল।
এই প্রসঙ্গে বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, "মন্ত্রীসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়তে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আনা হবে। এই নিয়ে খুব শীঘ্রই বিধানসভায় বিল আনবে সরকার।"
আসলে পশ্চিমবঙ্গে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের। শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে বারংবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যপাল। এমনকি তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়েও বারংবার তোপ দেগেছেন। তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি রাজ্যও। উপাচার্যদের সাথে বৈঠক করতে চাইলেও রাজভবনে যায়নি কেও। এমন আবহে বহুদিন আগেই বাংলার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর চেষ্টা শুরু হয়েছিল। অন্দরে কাজ চলছিল দীর্ঘদিন। এবার সেই ধারা বজায় রেখেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিলেন যে রাজ্যপালের বদলে এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।