গড়িয়াহাটে গাড়িচালকসহ ব্যবসায়ী খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ব্যবসায়ী খুনের ঘটনা প্রকাশ্যে এলো। এবার বন্ধুর সাথে বর্ধমানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন কলকাতার এক ব্যবসায়ী। তবে কে বা কারা খুন করল এবং কি উদ্দেশ্যেই বা খুন করা হল ওই ব্যবসায়ীকে, তা এখনো জানা যায়নি। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই ব্যবসায়ীর গাড়িচালক, রাঁধুনি ও বন্ধু। তাদের জেরা করেই ঘটনার তল্লাশি চলছে।
ঠিক কি হয়েছিল? জানা গেছে, নিহতের নাম সব্যসাচী মন্ডল(৩৭) । কলকাতার জোড়াবাগান থানা এলাকায় তার বাস। পেশায় সব্যসাচীবাবু হার্ডওয়্যারের ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় রাজবীর সিং নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বর্ধমানের রায়নায় গ্রামের বাড়িতে যান সব্যসাচী মন্ডল। তাঁর গাড়িচালক এবং এক রাঁধুনীও ছিলেন তাদের সাথে। ওইদিন সন্ধেয় গ্রামের বন্ধুরাও জমায়েত করে ছাদেই শুরু হয় পিকনিক।
শোনা গেছে, বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকের সময় বচসা বেঁধেছিল সব্যসাচীর। এরই মাঝে গাড়িচালক তাকে নীচে ডাকলে সিঁড়ি দিয়ে দ্রুত নীচে নামেন সব্যসাচীবাবু। তার পরেই আচমকা গুলির শব্দ শোনা যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ওখানে পড়ে থাকতে দেখে বেশ কয়েকজন ধরাধরি করে নিয়ে যান বর্ধমানের বামচাঁদায়পুরে একটি বেসরকারি হাসপাতালে। আশঙ্কাজনক দেখে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ওই ব্যবসায়ীর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে। রায়না থানার পুলিশ ওই ব্যবসায়ীর গাড়িচালক, রাঁধুনী এবং বন্ধু রাজবীর সিংকে আটক করেছে। ওই তিনজনকে জেরা করেই ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে ওই ব্যবসায়ীকে। তবে কারণ এখনো স্পষ্ট হয়নি।