শাসকদল তৃণমূল আর প্রধান বিরোধী বিজেপির বাকযুদ্ধ থেকে খুনোখুনি, নির্বাচনের আগে সবই প্রত্যক্ষ করেছে রাজ্য। এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বামেদের মিছিলের ওপর ইঁট ও বোমাবাজি বর্ষণে গুরুতর জখম ১৮ জন কর্মী সমর্থক।
কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে বিষ্ণুপুরের খড়কাটা থেকে জামিশুলি পর্যন্ত এই মিছিল আয়োজিত হয়। বেলশুলিয়ার পুলিশে অভিযোগ দায়ের হয় যে ওই অঞ্চলের তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় শাসকদলেরই আশ্রিত দুষ্কৃতী তাদের মিছিলে ইট ও বোমা আক্রমণ করে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক স্বপন ঘোষ জানান ঘটনার আগের দিন থেকেই তৃণমূলের গুন্ডারা বোমাতঙ্কের হুমকি দেয় এবং ঘটনার দিনও পুলিশ সামনে থাকা সত্ত্বেও সামাল দিতে পারেনি বলে অভিযোগ করেন। আপাতত গুরুতর আহতদের প্রত্যেকেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষ্ণুপুর তৃণমূল ব্লক সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেন ও পাল্টা অভিযোগ করেন বামেরাই তাদের অফিসে ভাঙচুর করেছে।