২৯ মার্চ, ২০২৩
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

'শ্যামাপ্রসাদের আদর্শ থেকে বিচ্যুত বিজেপি'-র বিরোধীতায় ১৭৫ আসনে প্রার্থী দেবে ভারতীয় জনসংঘ

গাইঘাটায় ঠাকুরনগরের সাংবাদিক সম্মেলন থেকে BJP হটানোর ডাক দিলেন BJS রাজ্য সভাপতি সুব্রত মুখোপাধ্যায়

বাংলার বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে আজ থেকেই। আর গতদিনই বিজেপি বিরোধীতায় বাংলায় ১৭৫ আসনে প্রার্থী দিতে চেয়েছে ভারতীয় জনসংঘ। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় জনসংঘ থেকেই বিজেপির উৎপত্তি এবং এই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আসলে জনসংঘের বর্তমান রাজ্য সভাপতি সুব্রত মুখোপাধ্যায়েরই আত্মীয় বলে পরিচয় দেন তিনি নিজে। গতকাল গাইঘাটায় ঠাকুরনগরের সাংবাদিক সম্মেলন থেকে তিনি ইতিমধ্যেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেন। বাকি আসনগুলোতে খুব শীঘ্রই প্রার্থী ঘোষণা করবে জনসংঘ।

বনগাঁ উত্তর কেন্দ্রে অরবিন্দ বিশ্বাস,বাগদা কেন্দ্রে শিশির সরকার, গাইঘাটাতে সজল বিশ্বাস, হরিণঘাটা কেন্দ্রে বর্ষা দাস বিশ্বাস ও হাবরা কেন্দ্রে কিশোর বিশ্বাসকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ভারতীয় জনসংঘ। বিজেপি জনসংঘের অংশ হয়েও তার বিরুদ্ধে কেন এই জনসংঘ? এদিন সাংবাদিকদের স্পষ্ট জানান সুব্রতবাবু, "শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ থেকে বর্তমান বিজেপি সরে গিয়েছে। কর্পোরেটদের হাতে চলে গিয়েছে। মোদি ও শাহ দেশকে বিক্রি করে দিতে চাইছে। আমরা এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড়া করানোর চেষ্টা করছি। সেই কারণেই আমরা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলাম।" গাইঘাটা কেন্দ্র থেকে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর এবং এর ফলে সেখানকার বিজেপিরই একাংশ যারা প্রার্থী হবার যোগ্য দাবিদার মনে করেছিলেন নিজেদের, বিক্ষুব্ধ তারাও। এই বিক্ষুব্ধ কর্মীদেরই একাংশ বিজেএসের সাথে যোগাযোগ করেন। বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী অরবিন্দ বিশ্বাস এবং হাবরা কেন্দ্রের প্রার্থী কিশোর বিশ্বাস দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থেকেও অবশেষে জনসংঘের ছত্রছায়ায় এলেন। অন্যদিকে বাগদার প্রাক্তন বিজেপি বিধায়ক দুলাল বর সুব্রতর টিকিট পাওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসংঘের প্রার্থী হবার জন্য যোগাযোগ করেন, যদিও পরে পিছিয়ে আসেন। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য জনসংঘকে একপ্রকার 'অপ্রাসঙ্গিক' মনে করেই গুরুত্ব দিতে নারাজ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee
২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৯ মার্চ

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে

Rain taxi kolkata
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata