বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারো প্রকাশ্য সভা থেকে বিতর্কিত মন্তব্য করে বিপাকে সৌমিত্র খাঁ। খন্ডঘোষে অনুষ্ঠিত বিজেপি পরিবর্তন যাত্রা থেকে বাংলার শাসকদলকে হুমকি দিয়ে বলেন, "বিধানসভা নির্বাচনে রিগিং করে জিতবে বিজেপি, আর সেই খেলা দেখবে তৃণমূল।" এর জেরেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ও জেলাশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল। এদিনের খন্ডঘোষ সভা থেকে সৌমিত্র আরও বলেন এবারের বিধানসভা নির্বাচনের খন্ডঘোষ থেকে দাঁড়ানো তৃণমূল প্রার্থীকে ৩০ হাজারের বেশী ভোট পেতে দেবেনা বিজেপি, আর সেই জন্যেই রিগিং।
তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে খন্ডঘোষ ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "এক জন সাংসদ হয়ে সৌমিত্র ভোট লুটের কথা জনসভা থেকে কী ভাবে বলতে পারলেই সেটাই আশ্চর্যের। রিগিং করে ভোটে জেতা কিংবা ভোট লুটের কথা ঘোষণা করা বা উদ্বুদ্ধ করানো দু’টোই বেআইনি। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত নির্বাচনী ব্যবস্থাকে ভন্ডুল করতে চেয়ে সাংসদ স্বয়ং বেআইনি কাজটি করেছেন।" খন্ডঘোষ বিধায়ক নবীনচন্দ্র বাগও বলেন, এ থেকেই স্পষ্ট হয়ে যায় আসাম, ত্রিপুরা সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে ভোট লুঠ করেই ক্ষমতায় এসেছে তারা। তাই কড়া ব্যবস্থা নিতেই পুলিশের দ্বারস্থ তৃণমূল।