আজ বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবিরে কড়া ভাষায় দলের বিধায়কদের সতর্ক করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, "বিধায়ক হয়ে বিরাট কিছু হয়ে যাননি। নিজের এলাকায় ঘুরুন, জনসংযোগ গড়ে তুলুন। এলাকায় ঘুড়ে বেড়ান। মানুষ যেন আপনাকে পায় সব সময়। সংগঠনকে সঙ্গে নিয়ে চলুন। বিধায়ক হয়ে ভেবে নেবেন না, অনেক কিছু হয়ে গেছেন। দল আপনাকে বিধায়ক করেছে। জনমত গড়ে তুলুন নিজের এলাকায়। আপনার মাধ্যমেই এলাকার মানুষ যেন বিজেপিকে আরও বেশি করে চেনে।" একেবারে ক্লাস নেওয়ার মতোই তা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। এরপরেই প্রশিক্ষণ শিবির নিয়ে বিজেপিকে খোঁচা তৃণমূলের। শনিবার সাংবাদিক বৈঠক থেকে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে তৃণমূল (TMC) সাংসদ সুখেন্দুশেখর রায় (SukhenduSekhar Roy) বলেন, “বিজেপির আবার প্রশিক্ষণ!”
তিনি আরও বলেন, "বিজেপি করতে আবার প্রশিক্ষণ লাগে ! কারা ওই প্রশিক্ষণ শিবিরের শিক্ষক ? আশ্চর্য লাগছে। সংসদীয় ব্যবস্থা অনুযায়ী আমরা ধৈর্য্য ধরে সব কিছু শুনি। বক্তৃতা হয়। যাঁরা এটাই মানেন না তাঁদের কীসের প্রশিক্ষণ জানি না। উত্তরবঙ্গ ভাগের প্রশিক্ষণ নাকি ?"এরপরেই উপনির্বাচন প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, “রাজ্যে ভোটের সময় করোনা তিন থেকে বেড়ে ৩৩% হয়ে গিয়েছিল। শেষ চারদফা একসঙ্গে করতে বলেছিলাম, শোনেনি। এখন করোনা এই রাজ্যে ২%। ফলে ওদের পাগলের প্রলাপ মানছি না। আশা করি দ্রুত উপ নির্বাচন হবে।"