বিধানসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। ২০২১ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক রাজনৈতিক দল কোমর বেঁধে নেমেছে। যেখানে প্রধান বিরোধী দল বিজেপি এবারে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে জয়লাভের আশা দেখতে পেয়েছে, সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এক ইঞ্চিও মাটি ছাড়তে রাজি নয়। তার মধ্যেই রাজ্যের আরো একটি বিরোধী দল সিপিআইএম তাদের কর্মসূচি নিয়ে জনতার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই তারা শুরু করেছে ' আপনার বাড়ি কাস্তে-হাতুড়ি ' কর্মসূচি। আর এবারে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের কটাক্ষ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
বিমান বসু এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘনঘন বাংলায় আসাকে কটাক্ষ করেছেন। রবিবার হাওড়ায় এসএফআইয়ের একটি কর্মসূচিতে যোগদান করে বিমান বসু বলেন, রিলিফ ট্যুরিজম বলে একটি কথা ছিল। এখন বিজেপি নেতারা এ রাজ্যে পলিটিক্স ট্যুরিজম শুরু করেছেন। মনুবাদভিত্তিক রাজনীতি প্রচারে বিজেপি নেতারা আরও বেশি আসবেন। এ রাজ্যে তৃণমূল এবং বিজেপির সমঝোতা রয়েছে। এই কারণে এখন বহু তৃণমূল নেতা বিজেপিতে যাচ্ছেন।