গতদিনই করোনা ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান সহ আরও বিজেপি বিরোধী দলগুলি। যেহেতু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তাই দল-মত নির্বিশেষে রাজনৈতিক বা সরকারি প্রকল্পের কর্মসূচি এই সময় নির্বাচন কমিশনের আইনবিরোধী। আর এবার বারাসাতের একটি স্কুলে তৃণমূলের জনপ্রিয় প্রকল্প 'সবুজ সাথী'-তে সাইকেল বিতরণকে বিঁধল বিজেপি। যদিও এটি অপরাধ বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন বারাসাত পুরসভার প্রশাসক। তিনি জানান বিষয়টি জানা ছিল না, তবে জানার পর বিলি বন্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বারাসাতের কিশলয় হোম প্রাঙ্গণ থেকে একটি স্কুলের ছাত্রছাত্রীদের সবুজ সাথীর সাইকেল বিলি করছিল পুরসভা। প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে সাইকেল দেওয়া গেছে। কিন্তু বিরোধীরা আইনবিধির কথা মনে করানোতেই হুঁশ ফেরে বিতরণকারীদের এবং বিলি বন্ধ করে দেয়া হয়। বারাসাত পুরসভার প্রশাসক এ প্রসঙ্গে বলেন, "এসডিও-র আগে অর্ডার ছিল। সেই অর্ডারেই অফিস থেকে সাইকেল দিতে আরম্ভ করা হয়েছিল। এটা নিঃসন্দেহে ভুল হয়েছে।" স্থানীয় বিজেপি অবশ্য এই ঘটনাটি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।