গতবছরেও করোনার (COVID-19) জেরে ঈদের (Eid) উৎসবে ছিল লাগাম। এ বছরেও ঠিক একই ছবি। ফলে গৃহবন্দি হয়েই খুশির উৎসব পালন করতে হচ্ছে ইসলাম সম্প্রদায়ের মানুষজনকে। বন্ধ শপিং মল, সিনেমা হল। তবে আংশিক লকডাউন থাকলেও রেস্টুরেন্টের খাবার থেকে বঞ্চিত হবেন না আপনি। কারণ ঘরে ঘরে ইদের উপহার পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। ঈদের দিন ও এই এক সপ্তাহ মিলবে বিরিয়ানি, চিকেন চাপ, সেমাই সহ আরও কত কী। এর আগে পুজো, পয়লা বৈশাখ, ভাইফোঁটায় স্পেশ্যাল মেনু নিয়ে হাজির হয়েছিল সিএডিসি। এবারে একই উদ্যোগ ঈদেও।
প্রথম বার ঈদ উপলক্ষে এমন উদ্যোগ নিয়ে পঞ্চায়েত দপ্তরের ওয়েস্ট বেঙ্গল কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশনের মার্কেটিং কো-অর্ডিনেটর স্বাগতা রায় সংবাদমাধ্যমকে বলেন, "ঈদে অনেকে হোম কোয়ারান্টাইনে রয়েছেন। তাঁদের জন্য ইদ প্ল্যাটার নিয়ে আসা হয়েছে। ঈদ প্ল্যাটারে বিরিয়ানি, চিকেন চাপ এবং সেমাই থাকছে।"
পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাসও সংবাদমাধ্যমকে জানান, ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত মিলবে এই স্পেশ্যাল মেনু। একমাত্র সিএডিসির হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে হবে। হোয়াটসঅ্যাপে অর্ডার করলে বাড়িতে ইদের প্ল্যাটার পৌঁছে দেওয়া হবে। সিএডিসির ওয়েবসাইটেই মিলবে নম্বর।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কাজেই কোভিড পরিস্থিতিতেও ঈদের বিরিয়ানি ও সেমাই থাকবে আপনার মেনুতে।