অবশেষে শহরতলি ছাড়াও এবার জেলায় জেলায় চালু হতে চলেছে লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে আসানসোল ডিভিশনে ২২ টি (১১ জোড়া), মালদা ডিভিশনে দুটি ট্রেন(এক জোড়া), এবং হাওড়া ডিভিশনে ৩০ টি (১৫ জোড়া) চলবে।
শুক্রবারই টুইটার এবং ফেসবুকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, ২ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তার ফলে আট মাস পরে আবারও জেলায় লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের চাকা গড়াবে। প্রাথমিকভাবে ৫৪ টি বা ২৭ জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছিলেন তিনি। তবে কোন ডিভিশনে কতগুলি ট্রেন চলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
শনিবার পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, হাওড়া ডিভিশনের ৩০ টি ট্রেনের মধ্যে বর্ধমান-রামপুরহাট শাখায় আটটি, রামপুরহাট-গুমানি শাখায় আটটি, রামপুরহাট-দুমকা-জসিডি শাখায় দুটি ট্রেন চলবে। দীর্ঘদিনের দাবি মেনে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় আটটি ট্রেন চলবে। একইসঙ্গে ওই শাখায় চারটি প্যাসেঞ্জার ট্রেন চলবে।
আসানসোলের ২২ টির মধ্যে আসানসোল-বর্ধমান শাখায় আটটি, অন্ডাল-সাঁইথিয়া, আসানসোল-ধানবাদ, আসানসোল-জসিডি-ঝাঝা শাখায় চারটি করে ট্রেন চলবে। অন্ডাল-জসিডি লাইনে দুটি প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মালদহ ডিভিশনের মালদা-বারহারওয়া শাখায় প্রাথমিকভাবে দুটি ট্রেন শুরু করতে চলেছে পূর্ব রেল দপ্তর।
আসানসোল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার জানিয়েছেন, যাবতীয় করোনাভাইরাস বিধি মেনে ট্রেন চালানো হবে। রেলের কর্মীদের পাশাপাশি যাত্রীদেরও সেই বিধি মেনে চলতে হবে। কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না। তিনি সাফ জানিয়েছেন, সুরক্ষার বিষয়ে কোনওরকম আপস করা হবে।