সন্দেহের বশে প্রতিদিন স্ত্রীর সঙ্গে অশান্তি। ঝগড়াঝাটি পৌঁছে যেত চূড়ান্ত পর্যায়ে। শেষে দাম্পত্য কলহের জন্য নিজের বাবা-মায়ের হাতেই বলি হতে হয়েছিল চার বছরের শিশুপুত্রকে। ঘটনা বছর দুয়েক আগের। ২০২০ সালের ৪ মে বাঁকুড়ার বড়জোড়া থানার মোহনপুর গ্রামে সুজিত মণ্ডল ও সূতিকা মণ্ডলের বিরুদ্ধে নিজেদের এক মাত্র শিশুপুত্রকে খুন করা অভিযোগ ওঠে। সেই থেকে মামলা চলে। অবশেষে আজ অভিযুক্ত ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়ার চতুর্থ দায়রা আদালত।
উল্লেখ্য, অভিযুক্ত বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁদের পরিবার। তার ভিত্তিতেই সুজিত ও সূতিকাকে গ্রেফতার করে ৩০২ ধারায় মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশের জেরায় নিজ মুখে দু'জনেই সন্তানকে শ্বাসরোধ করে মারার কথা স্বীকার করে নেন। ময়নাতদন্তের রিপোর্টেও ফুটে ওঠে একই ছবি।
এদিন বাঁকুড়া জেলা আদালতের সরকারি আইনজীবী অরুণকুমার চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন, "ঘটনার সমস্ত তথ্য প্রমাণ বিবেচনা করে আদালত সুজিত ও সূতিকাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।"