গতকালই প্রধানমন্ত্রীকে (Narendra Modi, PM) চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee, CM) বলেছিলেন, ব্যাংক কর্মীদের ও সরকারি কর্মচারীদের শীঘ্রই টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক, কারণ তাঁরা সাধারণ মানুষের সংস্পর্শে এসে কাজ করে চলেছেন। এবার সেই মতোনই এবার করোনাযোদ্ধা হিসেবে টিকার অগ্রাধিকার পাচ্ছেন ব্যাংক কর্মীরাও (Bank Workers)। শুক্রবারই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হল। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।
গোটা রাজ্যে কার্যত লকডাউনের পথে। তবে ছুটি নেই ব্যাংক কর্মীদের। গত বছরও অতিমারীর উদ্বেগজনক পরিস্থিতিতেও ব্যাংকে গিয়েছেন কর্মীরা। তাঁদের ওয়ার্ক ফ্রম হোম করারও উপায় নেই। সে কারণেই মারণ ভাইরাসে আক্রান্তও হয়েছেন রাজ্যের বহু কর্মী। প্রাণ গিয়েছে করোনায়। আর তাই কর্মীদের সুরক্ষার্থে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের (AIBOC) তরফে টিকা দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেওয়া হয়েছিল। এবার সেই চিঠির আবেদন রক্ষা করলেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ব্যাংক কর্মীরা।