ফেসবুক ইনস্টাগ্রাম সহ প্রায় সকল সোশ্যাল মিডিয়া খুললেই অবসম্ভাবি দেখা যায় তার মুখ। তার বলা কথা নিয়ে ব্যস্ত সকলেই। সেই অনুব্রত মণ্ডল এইবার নিজে থেকে ভার্চুয়াল জগতে। করোনা আবহের মধ্যে এতদিন ব্লকে ব্লকে কম সমাবেশে সভা করছিলেন বীরভূমের জেলা সভাপতি। এইবার সেই পথ ভেঙে ভার্চুয়াল পথ বেছে নিলেন তিনি। বললেন,
দিনদিন সংক্রমণ বাড়ছে তাতে সামনাসামনি সভা করা যায় না। আবার কাজও তো বন্ধ রাখা যায় না। তাই ব্লকে ব্লকে ভার্চুয়াল সভা করেই কর্মীদের আগামী দিনে কাজের পথ নিয়ে বার্তা দেওয়া হবে।
অনুব্রতর এই সিদ্ধান্ত শুনে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন,
এই কঠিন সময়েও রাজনীতির কারণে সভা সমাবেশ করে গেছে তৃণমূল, এখন বুঝতে পেরে বিজেপির দেখানো পথ বেছে নিতে হচ্ছে।
ফলে রাজনৈতিক তরজা তুঙ্গে।