নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী স্লোগান তুলেছিলেন জয় বাংলা। আর এবারে এই জয় বাংলা স্লোগান উল্লেখ করে মমতাকে বিধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ এদিন মমতাকে কটাক্ষ করে বলেন, মাননীয়া গ্রেটার বাংলাদেশ গড়ার লক্ষে আছেন। জয় বাংলা স্লোগান জনপ্রিয় হয় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। তখন শেখ মুজিবুর রহমান এই স্লোগান তুলেছিলেন। আর এবারে মাননীয়া এই স্লোগান তুললেন ২৩ তারিখ। তিনি আরো বলেছেন, "ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। তারপর বলছেন, তৃণমূলের প্রচারে বাংলাদেশের অভিনেতা, মাননীয়া বারবার বাংলাদেশের স্লোগান দিচ্ছেন, তৃণমূলের পুজোতে বাংলাদেশের ক্রিকেটার। এর থেকেই বোঝা যাচ্ছে মাননীয়া শুধু গ্রেটার বাংলাদেশ গড়তে চাইছেন।"
প্রসঙ্গত, আজ রাতে রাজ্য সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগে তার কথা ছিল বিদ্যাসাগরের বাড়ি যাওয়ার। রাজ্য বিজেপির দাবি, "রাজ্য সরকার বিদ্যাসাগরের বাড়ি অধিগ্রহণ করেছে। অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে। কিন্তু এখনও অনুমতি না মেলার কারণে কর্মসূচি বাতিল করতে হচ্ছে।" ট্যুর পরিবর্তন করে অমিত শাহ শনিবার ১০.৪৫ দ পৌঁছাবেন মায়াপুর। তারপর শনিবার দুপুরে ২:৪০ এ ঠাকুরনগরে সভা করবেন শাহ। সন্ধ্যা ৬.৪৫ এ সায়েন্স সিটির একটি অনুষ্ঠানে অংশ নেবেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেখানে তিনি সোশাল মিডিয়ার কর্মীদের সঙ্গে কথা বলবেন। এরপর রবিবার সকাল ১১.৩০ এ ভারত সেবাশ্রম সংঘে যাবেন। দুপুর ১২.৪০ মিনিটে ডুমুর জলা স্টেডিয়ামে জনসভা হবে অমিতের। এরপর দুপুর ২ টো নাগাদ উলুবেড়িয়াতে দলীয় কর্মীর বাড়িতে দুপুরের খাওয়া সারবেন। তারপর বিকেল ৩.২০ তে তিনি যাবেন বেলুড় মঠে।