তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই নানাপ্রকার বাকযুদ্ধে আক্রমণ শাণিয়েছে রাজ্য সরকার। এবার শুভেন্দুর বিরুদ্ধে শুধুমাত্র পরিবহন দফতর থেকেই ৭২৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রামনগর কলেজের সামনে অনুষ্ঠিত সভায় আরো বলেন দশ বছর ধরে পাইলট কার-হুটার বাজিয়ে ঘুরেছে, দলের সমস্ত সুবিধা নিয়ে বড় হয়েছে শুভেন্দু। হুঙ্কার দিয়ে নাম না করেই অখিলবাবু আরও বলেন নন্দীগ্রামের বদলে দক্ষিণ কাঁথি থেকে নির্বাচনে দাঁড়াক যদি ক্ষমতা থাকে। যদিও বিজেপি এইসব অভিযোগে আমল দিতে রাজি নয়।
অন্যদিকে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সাথে দলের অশান্তি ক্রমেই প্রকট হচ্ছে। সিএএ কার্যকর কবে হবে সে প্রশ্নে কৈলাস বিজয়বর্গীয় থেকে অমিত শাহ, প্রত্যেকেই করোনার প্রসঙ্গ উত্থাপন করেন। তবে এর সাথে সিএএ লাগু হবার কোনো সম্পর্ক দেখছেন না শান্তনু। বিজেপির নানা কর্মসূচিতেও এই বিলম্বের জন্য ক্ষোভ উগরে দেন তিনি। নাগরিকত্ব আইন প্রণয়নে দেরী হলে "যেখানেই থাকি না কেন, আমাদের উদ্বাস্তু, নমশূদ্র মতুয়া এবং আরও যে বৃহত্তর সম্প্রদায় আছে, তাদের সঙ্গে থাকব", এমনটাই হুঁশিয়ারি দেন তিঁনি। ইদানিং তাঁর কাছে তৃণমূলও প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। সিএএ কার্যকর না হলে সংঘের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত হবে বলেও জানান তিঁনি।