অবশেষে প্রায় ৬ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ বললেন, "নারদ মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আদালতই নেবে।" সূত্রের খবর, নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা নবান্ন যান তিনি।
উল্লেখ্য, নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সকাল ১০টা ৪৫ মিনিট হন্তদন্ত হয়ে নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয় বচসা। নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী দাবি করেন, আগাম নোটিস ছাড়াই বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ-সুব্রত-মদনদের। তাই তাঁকেও গ্রেপ্তার করতে হবে। তাঁকে গ্রেপ্তার করা না হলে নিজাম প্যালেস ছাড়বেন না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন মমতা।
খবর, নারদা মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআইয়ের। চার্জশিট পেশ এসএমএইচ মির্জার নামেও। ধৃত চারজনের ১৪ দিনের জেল হেফাজত চাইছে সিবিআই। এরপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, "আমি কিছু বলব না। এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আদালতই নেবে।”