তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গতকাল মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশ থেকে মন্তব্য রাখতে গিয়ে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সুর চড়িয়ে তিনি বলেছিলেন, "এই তো আজ (গতকালের সভায়) অভিষেক এত ভাল বক্তৃতা দিয়েছে। কাল ওকে না আবার নোটিস ধরায়।"
কার্যত সত্যি হল মুখ্যমন্ত্রীর উদ্বেগ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পরের দিনই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে কলকাতায় ইডির দফতরে হাজিরা দিতে হবে।
শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর গরু ও কয়লা পাচার কাণ্ডে তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করল ইডি। আগামী ৫ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। বলাবাহুল্য, পূর্বেও মেনকাকে জেরা করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গরু ও কয়লা পাচারের টাকা মেনকা গম্ভীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। সেই নিয়েই চলবে জেরা।