বছর বাইশের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই তিন বন্ধুর বিরুদ্ধে। নিহত বছর বাইশের বিক্রম বাগদির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বিক্রম বাগদির দেহ। ঘটনা বীরভূমের ময়ূরেশ্বরের বহড়া গ্রামের বাগদি পাড়ার।
সূত্রের খবর, গতকাল তথা শুক্রবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় অভিজিৎ, গোপাল, বাপি বাগদি নামে এলাকারই তিন যুবক তাঁর বাড়িতে আসে। এবং হাটে যাওয়ার নাম করে তাঁকে ডেকে নিয়ে যায়। ময়ূরেশ্বর ষাটপলতা গ্রামে হাটে যাওয়ার কথা জানিয়ে বাড়ি থেকে বেরোন বিক্রম। জানা যায়, হাট থেকে বাড়ি ফেরার পথে বাগদি পাড়ার অদূরেই মদের আসরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি হয় বিক্রমের। অভিযোগ, বিক্রমের উপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। তাতেই মৃত্যু হয় তাঁর।
বিক্রমের বাবা নয়ন বাগদি বলেন, "আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ওর গোপনাঙ্গে চাপ দিয়ে খুন করা হয়েছে।" যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। কীভাবে বিক্রম খুন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।