এই বছরে করোনা ভাইরাসের কারণে এক ধাক্কায় বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে সেই রেশ এসে পড়েছে একাদশ শ্রেণির পরীক্ষার উপরেও। বাতিল করতে হয়েছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পরীক্ষা।। জানা যাচ্ছে, ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রত্যেক স্কুলের কাছে এই নির্দেশিকা চলে গিয়েছে। তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে ১৫ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীর সমস্ত ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি যদি সমস্ত ধরনের নথি থাকে তাহলে অভিভাবকেরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সমস্ত রকম করোনা ভাইরাসের বিধি মেনে তবেই এই সমস্ত কাজ করা যাবে।
তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা যখন বাতিল হয়ে গিয়েছিল তারপর থেকেই আশা করা গিয়েছিল একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ওঠার পরীক্ষাটিও বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আজ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি ঘোষণা করলেন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে, তার অব্যবহিত পরেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রত্যেক স্কুলকে নোটিশ পাঠিয়ে দেওয়া হল ১৫ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে তাদের।