সম্প্রতি গোটা রাজ্যে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোভিড টিকা নিয়ে আজ দুর্গাপুরের ৩ স্বাস্থ্যকর্মী আইসিইউতে ভর্তি হয়েছে। গোটা দেশের মতো দুর্গাপুর নগর নিগম এলাকায় সৃজনী প্রেক্ষাগৃহে কোভিড টিকাকরণ চলছে। কিন্তু জানা গিয়েছে আজ দুপুরে টিকা নেওয়ার পরেই ২ স্বাস্থ্যকর্মী দীপা গড়াই ও পূর্ণিমা হাজরা অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও আরও আরেকজনের অসুস্থতার খবর সামনে আসে। টিকা নেওয়ার পরই তাদের প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ও শরীরে এলার্জি বের হয়। তাদের বর্তমানে মহকুমা হাসপাতালের আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে।
৩ জন অসুস্থ হওয়ার পর আপাতত টিকাকরনের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের মেয়র তথা পারিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারি টিকাকরণ এর কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে কেন্দ্র সরকার টিকাকরণ এর ফলে অসুস্থ হওয়ার খবর পেয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছে। এই নিয়ে গোটা রাজ্যে ১০ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এছাড়াও এখন অব্দি ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অবশ্য কেন্দ্রীয় মন্ত্রক দাবি করেছে, করোনা টিকাকরনের সাথে মৃত্যুর কোন যোগাযোগ নেই। অন্য কারণে মৃত্যু হয়েছে ওই ৪ জনের।