করোনা ভাইরাসের (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ের আঘাতে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। বাংলাতে বিধিনিষেধের ফলে সংক্রমণ মাত্রা কিছুটা কমলেও এখনও উদ্বেগ কমার মত পরিস্থিতি আসেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল অর্থাৎ সোমবার নবান্নে উপস্থিত থেকে করোনা সংক্রমণ থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি গতকাল জানান, "আগামী ১৬ জুন পর্যন্ত রাজ্যে বিধি-নিষেধ জারি থাকবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে না ক্ষতির মুখে পড়েন তার জন্য খুচরা ব্যবসায়ীরা দুপুর ১২ টা থেকে ৩ টে অব্দি দোকান খোলা রাখতে পারবেন। এছাড়া তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি অতিরিক্ত ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে।" এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "জুন মাসে রাজ্য সরকার ১১৪ কোটি টাকা ব্যয় করে ২২ লাখ ভ্যাকসিন কিনবে। এবার সবজি বিক্রেতা, হকার এবং মৎস্য বিক্রেতাদের টিকার আওতায় আনা হবে।"
অন্যদিকে কলকাতা পুরনিগম এবার ১৮ বছরের উর্ধ্বে করোনা ভাইরাস টিকাকরন প্রক্রিয়ার ওপর তোড়জোড় শুরু করেছে।এই বিষয়ে গতকাল অর্থাৎ সোমবার পুরনিগমের প্রশাসকমন্ডলীর একটি বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। সেখানে প্রশাসকমন্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, "আগামী সপ্তাহে সরকার আরও টিকা পাঠাবে। সেক্ষেত্রে কলকাতায় আর কিছুদিনের মধ্যেই ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হবে। আপাতত সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে অব্দি টিকা পাওয়া যাবে।" তবে ঠিক কোন দিন থেকে টিকা দেওয়া শুরু হবে তা এখনো চূড়ান্ত জানানো হয়নি। এছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে হয়তো ৪৫ বছরের ঊর্ধ্বের টিকাকরণ বন্ধ হতে পারে। তবে রাজ্যে পর্যাপ্ত পরিমাণ টিকা চলে এলে সবাই টিকা পাবে।