করোনা পরিস্থিতিতে ভারতজুড়ে কিষাণ রেলপথ সম্প্রসারিত হয়েছে। এবার শততম রেলপথের যোগাযোগ শুরু হবে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমারের মধ্যে। কৃষিজাত শাকসবজি পরিবহনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে এই রেল। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত কৃষকদের অভিনন্দন জানিয়ে সবুজ পতাকা উড়িয়ে এই নবতম ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
প্রধাণত দুধ, ফল, মাছ, শাকসবজির মতো পচনশীল দ্রব্যাদি নিরাপদে স্থানান্তরিত করতে এই ব্যবস্থা চালু হল বলে জানান প্রধানমন্ত্রী। এটি নিজেও একটি চলন্ত হিমঘর এবং দেশের অন্যান্য হিমঘরগুলিকেও মজবুত করতে সহায়ক হবে। করোনার মধ্যেই আগস্ট থেকে শুরু হওয়া এই কিষাণ রেল সারা দেশে কৃষিজাত পচনশীল পণ্য পরিবহনে যুগান্তকারী পরিবর্তন এনেছে বলে ট্যুইটারে উল্লেখ করা হয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এই নিয়ে ভারতজুড়ে ১৪ টি রাজ্যে একশোটি কিষাণ রেল চালু হল। এদিনও কেন্দ্রীয় কৃষি প্রকল্প রাজ্য গ্রহণ না করায় বিরোধীতা করেন প্রধানমন্ত্রী।