ছানা খেয়ে অসুস্থ একই পরিবারের ১০ জন সদস্য। চিকিৎসা চলাকালীন ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ছানায় বিষক্রিয়ার ফলেই এই মর্মান্তিক ঘটনা, এমনটাই দাবি স্থানীয়দের। জানা যাচ্ছে, ছানা খেয়েছিলেন পরিবারের সদস্যরা। তারপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। বমি, পেটের সমস্যা, পেট ব্যথা শুরু হয় তাঁদের। নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। তাঁদের মধ্যে এক সদস্যের অবস্থা গুরুতর হতেই, চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় থানায় দায়ের হয়েছে মামলা। গ্রেফতার করা হয়েছে ২ ছানা ব্যবসায়ীকে। মৃতের পরিবারের দাবি, ছানায় বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে গোপালবাবুর। পরিবারের দাবি, পরিবারের যে সদস্যরা ছানা খেয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছেন একই উপসর্গ নিয়ে। কিন্তু যারা ওই ছানা খাননি, তাঁরা সুস্থ রয়েছেন।
তবে মৃত সদস্যের মৃত্যুর কারণ ছানার বিষক্রিয়া নয়, দাবি কালনা হাসপাতালের সুপার চিকিৎসক অরূপরতন করন-এর। তাঁর বক্তব্য, গোপাল প্রামাণিকের আগে থেকেই হার্টের অসুখ ছিল। খাবারে বিষক্রিয়ার কারণে কিছু হয়নি।