কোভিড (Covid-19) পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গেছে সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি হবে তা জানতে চেয়েছিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। তার জন্য ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করেছিল বোর্ড। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে তার রিপোর্ট জমা দিল বলে খবর।
জানা গেছে দ্বাদশ শ্রেণির ফলাফলের ক্ষেত্রে দশম ও একাদশের ফলাফলকেও রাখা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ের আগের ক্লাস পারফরম্যান্সকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞ দল সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষার ফলাফলের ৪০ শতাংশ নেওয়া হচ্ছে। পাশাপাশি ফাইনাল রেজাল্ট তৈরিতে দশম ও একাদশ শ্রেণির ফলাফলকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩০ শতাংশ নম্বর একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা থেকে নেওয়া হচ্ছে এবং বাকি ৩০ শতাংশ দশম শ্রেণির ৩ টি তিনটি পরীক্ষার সর্বোচ্চ নম্বরকে মান্যতা দেওয়া হয়েছে। সিবিএসই সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ইউনিট টেস্ট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলও নজরে থাকবে। ৩১ জুলাইয়ের মধ্যেই ফল ঘোষণার কথা জানিয়েছে বোর্ড। অর্থাৎ তিন ক্লাসের যাবতীয় পারফরম্যান্সের উপর নির্ভর করবে একজন শিক্ষার্থীর ফলাফল।
বোর্ড আরও জানিয়েছে, যদি কোন শিক্ষার্থী এই তিনটে ধাপেও অসফল হয়, তাহলে তাদের 'এসেনসিয়াল রিপিট' বা 'কমপার্টমেন্ট'-এর তালিকায় রাখা হবে। যদি কোন শিক্ষার্থী তার ফলাফলে সন্তুষ্ট না থাকে, তাহলে বোর্ডের তরফে তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে আইসিএসই বা আইএসসি বোর্ডও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে খবর। সবক্ষেত্রেই শিক্ষার্থীদের গত ৩ বছরের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই ফলাফল তৈরি হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল হয়েছে। তবে ফাইনাল রেজাল্ট কীভাবে তৈরি হবে সেদিকে নজর ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিএসই বোর্ড কীভাবে ফলাফল তৈরি করে সেদিকে নজর রাখতে বলেছিলেন। এরপর রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর।