পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), দিল্লি (Delhi), উত্তরাখণ্ড (Uttarakhand), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), রাজস্থান (Rajasthan) এবং গুজরাটের (Gujarat) কিছু অংশে তীব্র ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে, উত্তরের রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় (Chandigarh), দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে আগামী দুই দিনের মধ্যে খুব ঘন কুয়াশা সহ প্রচণ্ড ঠান্ডা পড়তে চলেছে। সোমবার সকালে জাতীয় রাজধানী দিল্লি ঘন কুয়াশার আবরণে ছেয়ে গেছে। এই অবস্থা যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবারের পর থেকে পশ্চিমবঙ্গেও (West Bengal) তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। শনি ও রবিবার তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রিও নামতে পারে।
আইএমডি (IMD)- র তথ্য অনুসারে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকে, তখন তাকে ঠান্ডা দিন হিসেবে ধরা হয়। আবার, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমপক্ষে ৬.৫ ডিগ্রি কম থাকলে তাকে তীব্র ঠান্ডা দিন ধরা হয়। সমতল ভূমিতে, ন্যূনতম তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে আইএমডি (IMD) শৈত্যপ্রবাহ (Cold wave) ঘোষণা করে।