২৯ মার্চ, ২০২৪
দেশ

প্রশাসনের নজর এড়িয়ে কিডনি বিক্রির চক্র, ছড়িয়েছে আসাম থেকে কলকাতায়

ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, ঘটনার তদন্ত শুরু হয়েছে
Doctor operation theatre hospital Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১১:২২

মাথার উপর বিপুল দেনার বোঝা। শোধ দিতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত। কিংবা কোথাও ছেলের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। অসহায় পিতা উপায়ান্তর না পেয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এমনই ভুরি ভুরি কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজন কিডনি দিয়েও ফেলেছেন। তবে সরাসরি কিডনি বিক্রি করতে না পেরে এই মানুষ গুলি দালাল চক্রের শিকার। তাই অধিকাংশ জন তাঁদের প্রাপ্য অর্থ পায়নি বলে অভিযোগ। কলকাতা ও আসামের মধ্যে এমনই একটি একটি বড় কিডনি পাচার চক্রের হদিশ পেয়েছে পুলিশ। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোয়েন্দা মহলে। কীভাবে দিনের পর দিন পুলিশের নজর এড়িয়ে এমনই একটা বড় চক্র চলত, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শনিবার। এক কিডনি চক্রের এজেন্ট আসামের মলিগাঁও জেলার দক্ষিণ ধরমতুলে কিডনি বিক্রেতার সন্ধানে আসে। ইতিমধ্যেই ওই এলাকা থেকে বেশ কয়েকজন কিডনি বিক্রি করে তাঁদের প্রাপ্য অর্থ পায়নি বলে ওই এজেন্টের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। অধিকাংশ কিডনি বিক্রেতার অভিযোগ, যে পরিমাণ টাকার বিনিময়ে তাঁরা কিডনি বিক্রি করেছেন, সেই পরিমাণ টাকা তো তাঁরা পাননি, বরং তাঁদের নানা অজুহাতে বারবার ঘোরানো হচ্ছে। এবার প্রশ্ন উঠেছে এই মানুষ গুলি কিডনি বিক্রি করছে কেন? সূত্রের খবর, অধিকাংশ কিডনি বিক্রেতাই দারিদ্র্য সীমার নীচে বসবাস করেন। অধিকাংশ জন প্রচুর ঋণের জালে জর্জরিত। দেনার দায়ে কিডনি বিক্রি করতে পা বড়িয়েছে। কিংবা কিছু মানুষ নিজের সন্তান কিংবা বাড়ির কোন সদস্যের চিকিৎসার জন্য এই পথ বেছে নিয়েছেন।

অন্যদিকে এই কিডনি বিক্রি চক্রের জাল ছড়িয়ে পড়েছে কলকাতা পর্যন্ত। আসামের বিভিন্ন গ্রাম থেকে এজেন্টরা কিডনি বিক্রিকারীদের খোঁজ দেন। তারপর কলকাতার একটি হাসপাতালে গিয়ে কিডনি দিয়ে আসেন সেই ব্যক্তিরা। অবশ্য তার আগে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজ্য অঙ্গদান স্বীকৃতি কমিটির সামনে নিয়ে যেত। সেখান থেকে সোজা কলকাতায়। কলকাতার একটি হাসপাতালে চলত কিডনি বিক্রির কাজ।

কিছুটা সিনেমার চিত্রনাট্যের মতো শোনালেও আসামের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ ইতিমধ্যেই বহু কিডনি দিয়ে ফেলেছেন। কিন্তু সেই মানুষরা তাঁদের প্রাপ্য অর্থ পাননি। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এতদিন এত বড় একটা চক্র চলল, তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই সব গ্রামের মানুষরা কেন কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক একাংশ। তাহলে কি আসামের গ্রামীণ অর্থনীতির করুণ ছবি স্পষ্ট নয়, এমন প্রশ্নও তুলেছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

আপনার এলাকায় আজ তাপমাত্রা কত?

Kolkata street weather
৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
২১ অক্টোবর

পরিবেশ সচেতনতা থেকে স্কুলের দিন, কী কী ভাবে সেজে উঠবে এবার পুজোর থিম?

Hatibagan kundu Bari
৪ অক্টোবর

দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা

Rain taxi kolkata
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২৭ আগস্ট

ফুলের তোড়া এবং অসমের বিখ্যাত গামছা এবং জাপি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে

Srabanti silchar
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child