২০১৩ সালের ১৭ জানুয়ারি, রাজস্থানে ঘটে গিয়েছিল ভয়াবহ একটি হত্যা। ৭ বছর বয়সী এক প্রতিবন্ধী নাবালিকাকে তার বাবা মায়ের সামনে দিয়ে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মনোজ প্রতাপ সিংহ। এরপর জোরপূর্বক ধর্ষণ করে বিকৃতকাম লালসা চরিতার্থ করে। এখানেই শেষ নয়, এরপর ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করে নাবালিকাটিকে।
চরম বিকৃত মানসিকতার এই অপরাধের শাস্তিস্বরূপ মনোজকে মৃত্যুদণ্ডে দন্ডিত করে রাজস্থান হাইকোর্ট। তবে মাথা থেঁতলে যে মনোজই খুন করেছে তার কোনো পারিপার্শ্বিক প্রমাণ পাওয়া যায়নি সেসময়। সেই কারণেই হাইকোর্টের সাজাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সে। আর সেই মামলারই রায় দান করল শীর্ষ আদালত।
তিনজন বিচারপতির বেঞ্চের তরফে ঘোষনা করা হয় মৃত্যুদন্ডের সাজাই বহাল থাকবে মনোজের। মেয়েটির মাথায় ইঁট দিয়ে আঘাত করে মুখের হাড় ভেঙে দিয়েছিল যুবক। বেড়িয়ে এসেছিল ঘিলু। পাশাপাশি যৌন নির্যাতনের জেরে দারুন কষ্ট পেয়ে মৃত্যু হয়েছিল মেয়েটির। অপরাধী যেরকম ঘৃণ্য কাজ করেছে, তার জন্য কারাদন্ডের সাজা নেহাতই কম। তাই মৃত্যুদন্ডই হবে মনোজের। যদিও ফাঁসির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।