ফের সংসদীয় কমিটির তলবের মুখে পড়লো ফেসবুক। এর আগেও ফেসবুকে বিজেপির উস্কানিমূলক মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছিল ফেসবুকের বিরুদ্ধে। তখন তারা সংসদীয় কমিটির কাছে নিজেদের অবস্থান জানিয়েছিল। কিন্তু এইবার একই অভিযোগে তলব করা হলো ফেসবুক এবং টুইটারকে।
ফেসবুক টুইটারে ভুয়ো খবর ছড়ানোর কারণে বারবার হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে দেশজুড়ে। এছাড়াও দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত রাখছে এই সংস্থাগুলি সেই বিষয়েও সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়তে হতে পারে এই দুই সংস্থাকে। এখন হোয়াটস্অ্যাপ-ও ফেসবুকের অন্তর্গত। ফলে ফেসবুক সংস্থাকে তলব করে হোয়াটস্অ্যাপ বিষয়ক জিজ্ঞাসাবাদ করবেন কর্তারা এমনই আশঙ্কা।