'রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা' মণিপুর ভূমিধসের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মৃতের সংখ্যা ৮১, এখনও নিখোঁজ প্রায় ৫৫ জন। প্রাথমিক পর্যায়ে ২০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, কিন্তু মৃত্যুর সংখ্যা এতটা বাড়তে পারে কেউ আন্দাজই করতে পারেনি।
লাগাতার বৃষ্টির জেরে বুধবার রাতে মণিপুরের ননে জেলার টুপুল রেলপথে ভূমিধস নামে। সেই সময় রেললাইন পাতার কাজ চলছিল। সেখানেই ছিল ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্প। ভূমিধসের জেরে সেনা ছাউনির জওয়ানরাও ভেসে গিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এমন মর্মান্তিক ঘটনায় ১৮ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির কারণে মৃতদেহগুলি উদ্ধারে আরও ২-৩ দিন সময় লাগবে। তিনি নিজেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তারপর তিনি বলেছেন, "রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। ৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে আছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।"
পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উদ্ধার কাজ চলছে। তবে লাগাতার বৃষ্টির কারণে মাটি অত্যন্ত নরম। কাজ করতে অসুবিধায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। এদিকে লাগাতার বৃষ্টির কারণে ফের ভূমিধসের সম্ভাবনা আছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় বলেছেন, মণিপুর ভূমিধসে হতাহতদের মধ্যে দার্জিলিং-এর ৯ জন জওয়ান (১০৭ টেরিটোরিয়াল আর্মি ইউনিট) রয়েছে জেনে হতবাক। ঘটনায় গভীর শোকপ্রকাশ করছি। আত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা।"