আবারো একবার দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী কৃষকেরা। এদিন গাজীপুর সীমান্তে জড়ো হয়ে শনিবার দিল্লি যাওয়ার ঘোষণা করে দিলেন কৃষকদের একাংশ। কৃষকরা জানালেন, "দিল্লি সরকার কৃষকদের পাশে আছে। দিল্লিতে খাবার এবং জল কিছুর অভাব হবে না।" পাশাপাশি টুইট বার্তায় তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল লিখেছে, "বিজেপি সমর্থকরা যেভাবে ভয় দেখাচ্ছে আমরা তার কঠোর সমালোচনা করছি।"
কৃষকদের যখন চোখে জল তখন বিজেপি সরকার আন্দোলন স্থানের বিদ্যুৎ পরিষেবা একেবারে বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা ভালো করে কাজ করছিল না। সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেওয়ার চক্রান্ত হয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবারের কৃষক আন্দোলন একটু আলাদা। এদিন তাদের মধ্যে ছিল একটা নতুন উদ্যম। এখনো পর্যন্ত গাজীপুর সীমানায় প্রায় ২০ হাজার কৃষক জড়ো হয়ে গিয়েছেন। প্রায় প্রতিনিয়ত আন্দোলনের আওয়াজ সেখানে জোরদার হয়ে চলেছে। কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, "মাত্র ৪০ সেকেন্ড সময় লেগেছে কৃষক আন্দোলন কে আবার জাগরিত করতে।বৃহস্পতিবার গাজীপুর সীমানায় যা অবস্থা হয়েছিল তা দিল্লির সমস্ত হিংসাত্মক ঘটনা থেকেও মারাত্মক। সত্য অর্জন করার পরে অসত্য কখনো কখনো চাপা দিয়ে দেয়, আমি নিজে দেখেছি।"