গত বছরে বেশ ভালোই উত্থান পতন হয়েছিল সোনা রূপোর দামে। নয়া বছর পড়তে না পড়তেই তাই মধ্যবিত্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে সোনা রূপোর দাম'কে কেন্দ্র করে। তবে বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছর ১০ গ্রাম সোনার দর ৬৫,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এবং এক কেজি রুপোর দর নাকি ৯০,০০০ টাকা অবদি ছুঁয়ে ফেলতে পারে।
আইসিআইসিআই সিকিউরিটিজের বিশেষজ্ঞদের মতে, "বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার জেরে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ফলে সুরক্ষিত সম্পত্তি হিসেবে সোনার গুরুত্ব আরও বেড়েছে। তার জেরে নয়া বছরে ১০ গ্রাম সোনার দাম ৬৫,০০০ টাকার দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি বড় অঙ্কের আর্থিক প্যাকেজের ফলে বুলিয়নের মতো সুরক্ষিত সম্পত্তিতে লগ্নি বাড়ছে।"
রূপোর দাম নিয়েও একই কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই সংস্থা। তাঁদের দাবি, "নয়া বছরে এক কেজি রুপোর দাম ৯০,০০০ টাকার দিকে যেতে পারে। বিশ্বজুড়ে সৌর প্যানেল, বৈদ্যুতিন সরঞ্জামের মতো রুপো নির্ভর পরিবেশ-বান্ধব প্রযুক্তিতে লগ্নি বাড়ছে।"
ফলে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তদের মধ্যে উদ্বেগের ডানা বাঁধছে সোনা-রূপোর দাম।