Eray Catcher নামে জনৈক ট্যুইটার একাউন্ট থেকে নাম না করে অভিযোগ করা হয়েছে যে, এই সময়কার একজন প্রথম সারির ইউটিউবার, যার এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা ৪০ লাখেরও বেশি, প্রায় ৬৫ লাখ টাকার বিনিময়ে সুশান্তের মৃত্যুতে তার পরিবারের আসল ভূমিকার বিষয়ে ভিডিও বানানোর পরিকল্পনা করেছেন।
অভিযোগ আরও, ওই নির্দিষ্ট ইউটিউবার সাধারণত ৩০-৪০ লাখ টাকা নিয়ে থাকেন প্রতি ভিডিও বানাতে, এবং আগেও ৩৫ লাখ টাকার চুক্তিতে অর্নব গোস্বামী ও কঙ্গনা রানাউতকে আক্রমন করে ভিডিও বানিয়েছিলেন।
কোন নাম না করলেও, এর জবাবে মুখ খুলেছেন প্রথম সারির ইউটিউবের ধ্রুব রাঠী। ' ফেক নিউজ ' বলে দাবী করে ধ্রুব বলেছেন, তার এই মুহূর্তে সুশান্তের পরিবারকে নিয়ে কোন ভিডিও বানানোর পরিকল্পনা নেই। তিনি এও বলেছেন, ভিডিও প্রতি ৩০-৪০ লাখ টাকায় চুক্তি হলে তিনি আজ অনেক ধনী হতেন।
তবে নাম না করে করা এই ট্যুইটের উত্তরে হঠাৎ ধ্রুব রাঠী কেন মুখ খুললেন, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।