তিন মাস ধরে বেতন পান না ডাক্তার-নার্সরা দিল্লির হিন্দু রাও হাসপাতালে। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সুরাহা না হওয়ায় তাঁরা এখন ধর্মঘটের পথে। এই অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা কোভিড রোগীদের অন্য সরকারি হাসপাতালে সরানোর নির্দেশ দিল দিল্লির আপ সরকার।
হিন্দু রাও হাসপাতালটি উত্তর দিল্লি পুরসভার পরিচালনাধীন। এই পুরসভা আবার বিজেপির দখলে। শনিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন, পুরসভার কাছে টাকা থাকা সত্ত্বেও তারা কর্মীদের বেতন দিচ্ছে না। তিনি বলেন, "এ নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে।....পুরসভাগুলিতে অর্থের কোনও ঘাটতি নেই। কর বাবদ বহু টাকা তারা আয় করে। কিন্তু সে টাকা কোথায় যায়, কোনও হিসেব নেই।"