নিয়মানুযায়ী প্রতি তিন মাস অন্তর জিএসটি পরিষদের বৈঠক (GST coucil meet) হওয়ার কথা। কিন্তু গতবছর অতিমারীর মধ্যেই ২০২০ সালের অক্টোবরে শেষবার এই বৈঠক হয়েছিল। এরপর গত ছ’মাস এই বৈঠক করেনি কেন্দ্র। এমনকী ভারচুয়াল বৈঠকও নয়। যা সংবিধান লঙ্ঘিত। কাজেই শীঘ্রই বৈঠক ডাকা হোক, এমনই দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Nirmala Sitharaman) চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)।
ভারতীয় সংবিধানের ২৭৯এ অনুচ্ছেদ মেনেই গঠিত হয়েছিল জিএসটি পরিষদ। সংবিধানের নিয়ম মেনে বছরে চারবার পরিষদের বৈঠক হওয়ার কথা। ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর একবার। কিন্তু সেই বৈঠক ছ’মাসে একবারও না হওয়াটা একেবারেই কাম্য নয় বলে তাঁর চিঠিতে জানিয়েছেন অমিত মিত্র।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের দাবি, 'নিয়মমাফিক তিন মাস অন্তর জিএসটি কাউন্সিলের একটি করে বৈঠক হওয়ার কথা। কিন্তু, গত বছর থেকে এখনও পর্যন্ত দু’বার এই নিয়ম লঙ্ঘিত হয়েছে। ২০২০-র ৫ অক্টোবর শেষ এই বৈঠক হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত জিএসটি কাউন্সিলের কোনও বৈঠক হয়নি। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। তাই অবিলম্বে জিএসটি কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক ডাকার অনুরোধ জানানো হচ্ছে।'
তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন, "প্রতিটি অর্থবর্ষে অন্তত ত্রৈমাসিক সময়কালে একবার করে বৈঠকে বসবে পরিষদ। ভবিষ্যতেও যেন নিয়মিত বৈঠক ডাকা হয়। অন্যথায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে আস্থার জায়গাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অক্টোবরের মতো ভার্চুয়াল হলেও বৈঠক যেন হয়।"