ভারতীয় রেলের বেসরকারিকরণের দিকে অভিযোগ করে কেন্দ্রকে একহাত নিতে গিয়ে নিজেই সমস্যায় পড়েন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আদানি উইলমারের লোগোসহ ট্রেনের ইঞ্জিনের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মন্তব্য করেন আদানিদের মতো কোটিপতি বন্ধুদের হাতে রেলকে বিকিয়ে দিতে চাইছে মোদী সরকার যে অভিযোগ কার্যত ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে।
প্রিয়াঙ্কা গান্ধী এদিন নিজের ফেসবুক ওয়ালে একটি ৪৫ সেকেন্ডের ভিডিও শেয়ার করেন যাতে দেখা যাচ্ছে ভারতীয় রেলের গায়ে আদানি উইলমারের স্ট্যাম্প। এরই সাথে লেখেন কোটি কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমে গড়ে ওঠা রেলের একটি বড়ো অংশ আগামী দিনে মোদীজির বিলিয়নেয়ার বন্ধুদের হাতে চলে যাবে। পাশাপাশি কৃষকদের লড়াইকে তারিফ করেন তিনি। গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল ওই একই ভিডিও পোস্ট করে আদানিদের বিজ্ঞাপনের দিকে আঙ্গুল তোলেন। পিআইবি এই ভিডিও বিশ্লেষন করে প্রিয়াঙ্কার এই অভিযোগকে "বিভ্রান্তিকর দাবি" বলে উল্লেখ করেন কারণ তাদের মতে এটি নিছকই একটি ব্যবসায়িক বিজ্ঞাপন যাতে ট্রেনভাড়া থেকে আয় ছাড়াও অতিরিক্ত রাজস্ব আদায় করা যায়।