করোনা (Corona) সংক্রমনের মাঝেই বারংবার খবরের শিরোনামে উঠে আসছেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)। তবে তাঁর খবরের শিরোনামে উঠে আসার কারণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর সাথে বাকবিতন্ডা। আসলে কিছুদিন আগে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যেখানে বাবা রামদেব বলেছেন, "চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। এই অ্যালোপ্যাথি হল একটি দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।" এই ভিডিও ভাইরাল হতেই রামদেবকে আইনি নোটিশ পাঠায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। এমনকি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখে রামদেবকে দেশদ্রোহ মামলায় গ্রেফতার করার আর্জি জানায়।
এমন পরিস্থিতিতে আবারও আজ অর্থাৎ বৃহস্পতিবার বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা ও অ্যালোপ্যাথিক চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বাবা রামদেবকে গ্রেপ্তার করা নিয়ে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দেখা গিয়েছে। ভিডিওতে অত্যন্ত আত্মবিশ্বাসী কন্ঠে একপ্রকার হাসতে হাসতে বাবা রামদেব চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, "স্বামী রামদেবকে ওর বাবাও গ্রেপ্তার করতে পারবে না। ওরা 'ঠগ রামদেব', 'মহাঠগ রামদেব', 'গ্রেপ্তার রামদেব' ইত্যাদি ট্রেন্ড আনার চেষ্টা করছে নেট দুনিয়ায়। ওরা এরকম করুক। আমার লোকেরা এসব দেখে অভ্যস্ত।" আসলে তাঁর বিতর্কিত মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় "#অ্যারেস্টরামদেব" ট্রেন্ড শুরু হয়েছে।