ফের দিল্লিতে শিশু ধর্ষণের ঘটনা। চলতি মাসের মধ্যেই পরপর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। গত সপ্তাহে এক ৯ বছরের দলিত কন্যা ধর্ষণের পর দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগের পর আবারও এক ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তার এক প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবারের এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) ত্রিলোকপুরি (Trilokpuri) এলাকায়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টা নাগাদ পুলিশ পুরো ঘটনাটি জানতে পারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হয় শিশুটি আক্রান্ত। শিশুটির বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে একটি ৩৪ বছরের স্থানীয় প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় দিল্লি এইমসে স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার পুরানো নাঙ্গাল গ্রামেও এক ন'বছরের দলিত কন্যাকে ধর্ষণের পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। সূত্রের খবর, রাতে বাড়ির পাশে শ্মশানের কুলার থেকে জল আনতে গিয়েছিল এই নাবালিকা। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় এই শ্মশানের পুরোহিত সেই নাবালিকার মাকে জানায় কুলারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়েটি মারা গেছে। এমনকী নাবালিকার বাবা-মায়ের অগোচরে ওই পুরোহিত মেয়েটির দেহ ওই শ্মশানেই দাহ করে ফেলে। যা নিয়ে সন্দেহ তৈরি হয় মেয়েটির পরিবারের। বিষয়টি জানাজানি হতেই পুলিশ পুরোহিত-সহ আরও তিনজন তার সঙ্গীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র প্রতিবাদের ঢেউ উঠেছে। দিল্লির বুকে পরপর এমন বর্বরোচিত ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশ।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    