কালীপুজোয় পেটপুজো হোক HODOL'S থেকে, জমে যাক দীপাবলি

shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: 24/10/2022   শেষ আপডেট: 24/10/2022 8:29 p.m.
 Hodols
instagram.com/hodols_forever

সল্টলেক সেক্টর ওয়ানে ডানা মেলেছে নতুন ক্যাফে, নাম "HODOL'S"

সল্টলেক সেক্টর ওয়ানে ডানা মেলেছে নতুন ক্যাফে, নাম "HODOL'S"। একদিকে আপনাদের প্রিয় 'বামাক্ষ্যাপা' তথা সব্যসাচী এবং তরুণ প্রজন্মের 'মন্টু পাইলট' কিংবা 'বিরসা' খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ (Saurav Das) দাসের মিলিত প্রয়াসে সাড়ম্বরে চলছে এই ক্যাফে। সৌরভ-সব্যসাচীর নতুন ক্যাফে 'হোঁদল'-এ কী নেই! পাস্তা থেকে বার্গার, পিৎজ্জা থেকে হরেকরকম স্যালাড, গ্রিলড চিকেন, কোল্ড কফি, চা- আরও কত কী! দাম সর্বনিম্ন ১২৯ টাকা থেকে সর্বোচ্চ ৬৩৫ টাকা পর্যন্ত।

এই ক্যাফের মালিক শুধুমাত্র সব্যসাচী আর সৌরভ নয় বটে। আছেন আরও একজন। নাম দিব্যপ্রকাশ রায়। পাবজি খেলতে খেলতে তাঁদের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব বদলে গিয়েছে অংশীদারী ব্যবসায়। এই এত্ত সুন্দর ক্যাফের অভিভাবক তাঁরাই। মাত্র কয়েকদিনে "হোদল"-এর রেটিংও হাই। হবেই না কেন? প্রায় দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রখ্যাত শেফদের হাতের ছোঁয়া রয়েছে প্রতিটি রান্নায়। এছাড়াও বাড়তি পাওনা সৌরভ-সব্যসাচীর সঙ্গে সেলফি। তাই কালীপুজো কিংবা ভাইফোঁটায় আসতেই হবে "HODOL'S"-এ।