৩০ অক্টোবর কলকাতায় আসছেন জনপ্রিয় কৌতুক শিল্পী কুণাল কামরা
প্রাণ ভরে হাসতে লাগবে ৯৯৯ টাকা
হাসির রাজা, চার্লি চ্যাপলিন (Charlie Chaplin) বলেছিলেন, "তুমি বুঝতে পারবে তোমার জীবন সার্থক, যদি তুমি শুধু হাসতে পারো"। আর যাঁরা এই হাসির উৎস হয়ে ওঠেন? যাঁরা হাসাতে পারেন? তাঁরা বোধ হয় ভগবানের তুলনায় কম নন। সেরকমই এক 'দেবদূত' যেন, ভারতের বিখ্যাত কমেডিয়ান (Indian Comedian) কুণাল কামরা (Kunal Kamra)। যাঁর নাম শুনলেই এই প্রজন্ম টানটান হয়ে বসেন, ব্যস্ত রোজনামচায় একটু হাসির অবকাশ পাবে বলে। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, দেশের বিভিন্ন প্রান্তে হবে কুণাল কামরার লাইভ শো। যার টিকিট মূল্য, মাত্র ৯৯৯ টাকা।
২০০৬ থেকে কুণাল কামরা, ভারতীয়দের মুখের হাসির কারণ হয়ে ওঠেন। তৈরি হয় এক বিশাল সংখ্যক মানুষকে নিয়ে তাঁর 'ফ্যানবেস'। দৈনন্দিন জীবনের নানা গাম্ভীর্যকে হালকা চালে হাসির মোড়কে প্রকাশ করার ভঙ্গি, রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। আগামী ২৮ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বর কুণাল তাঁর অনুগামীদের জন্য একটি চমক রাখছেন। ভারতের বিভিন্ন অঞ্চলে, যেমন ভুবনেশ্বর (Bhubaneswar), দিল্লী (Delhi), হায়দ্রাবাদ (Hyderabad), মুম্বই (Mumbai) এবং কলকাতায় (Kolkata) কুণালের লাইভ শো আয়োজন করা হয়েছে।
আগামী ৩০ অক্টোবর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে, শেক্সপিয়র সরণির (Shakespeare Sarani) কলা মন্দির অডিটোরিয়ামে (Kala Mandir Auditorium) কলকাতাবাসী কুণালের সঙ্গে তাল মিলিয়ে হাসির সুযোগ পাবেন। অনুষ্ঠানটি চলবে মাত্র দেড় ঘন্টা। প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্করাই প্রবেশ করার সুযোগ পাবেন। 'বুক মাই শো' (Book My Show) থেকে অগ্রিম টিকিট কাটা যাবে। খেয়াল রাখতে হবে পরবর্তীতে যেন তা বাতিল না হয়। অনুষ্ঠান শুরুর তিরিশ মিনিট আগে গন্তব্যে পৌঁছতে হবে। থাকবে কোভিডের জন্য নানা কড়াকড়িও। মাস্ক পরার সঙ্গে সঙ্গে মেনে চলতে হবে সামাজিক দূরত্বও।