কি ব্যবহার করা উচিত, Signal না Whatsapp? জানুন বিস্তারিত
প্রাইভেসি পলিসি পরিবর্তন করার পর কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আদেও নিরাপদ?
সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি পরিবর্তন করার পর থেকেই জল্পনা চলছে এরপর কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আদেও নিরাপদ? আসলে হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসিতে জানিয়েছে, তারা তাদের গ্রাহকদের তথ্য ফেসবুকের সাথে শেয়ার করবে। আর তারপর থেকেই গ্রাহকদের মনে প্রশ্ন এসেছে যে তাহলে হয়তো এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে পারবে না। এই সবকিছুর মাঝে হোয়াটসঅ্যাপ ছেড়ে বহু মানুষ ডাউনলোড করতে শুরু করেছে সিগন্যাল অ্যাপ। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিতর্কের পর সিগন্যাল অ্যাপ ডাউনলোড ৪২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মধ্যে কি পার্থক্য তা আজকের এই প্রতিবেদনে জেনে নিন।
হোয়াটসঅ্যাপ কোম্পানি বর্তমানে এখন জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের অধীনে। ২০১৪ সালে ফেসবুক ২২ বিলিয়ন ডলারের পরিবর্তে হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল ব্রায়ানের থেকে। কিন্তু তার কিছুদিন পরেই ফেসবুকের ডাটা নিরাপত্তাজনিত সমস্যার শুরু হয়। তখন ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যান ব্রায়ান এবং তিনি নিজের পুঞ্জি জোগাড় করে সিগন্যাল মেসেজিং অ্যাপ চালু করে। বর্তমানে সিগন্যাল একটি নন প্রফিটেবল কোম্পানি। সিগন্যাল এখন তাদের ব্যবহারকারীর সুরক্ষার উপর বেশি নজর দেয়। তাহলে কি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষা দিতে পারে না? আসলে ফেসবুক কোন ব্যবহারকারীর চ্যাট না পড়তে পারলেও এই কোম্পানি ব্যবহারকারীদের ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস, মোবাইল নেটওয়ার্ক, পেমেন্ট ডাটা, লোকেশন ডাটা ইত্যাদি তথ্য দেখতে পায়। একটা ম্যাসেজিং অ্যাপের এত পরিমান ডাটা দেখতে পাওয়া খুব একটা যে স্বাভাবিক না তা বলাই বাহুল্য।
অন্যদিকে সিগন্যাল অ্যাপ জানিয়েছে তারা তাদের ব্যবহারকারীদের কোনো তথ্যই তেমন দেখতে পায় না। ব্যবহারকারীদের চ্যাট হোয়াটসঅ্যাপের মতো এন্ড টু এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত। এই অ্যাপ শুধুমাত্র ব্যবহারকারী কবে একটি ডাউনলোড করেছিল এবং কতদিন ধরে ব্যবহার করছে এই তথ্য দেখতে পায়। তবে সিগন্যাল ব্যবহার করলে কিছু ফিচারস থেকে আপনি বঞ্চিত হতে পারেন। যেমন সিগন্যাল মেসেঞ্জারে আপনি আপনার প্রয়োজনীয় মেসেজ স্টারমার্ক করতে পারবেন না। এছাড়া এই অ্যাপে একাধিক মানুষের সাথে গ্রুপ ভিডিও কল করা সম্ভব না। লাইভ লোকেশন, স্ট্যাটাস আপডেট, কিউআর কোড স্ক্যান, কাস্টমাইজ ওয়ালপেপার সেট, পেমেন্ট ইত্যাদি সুযোগ সুবিধা পাওয়া যাবে না সিগন্যাল অ্যাপ ব্যবহার করলে।